Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুইপের মিছিলে ইল্যান্ড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম


আলোক স্বল্পনতার কারণে ক্যান্ডি টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে ৭৫ ওভার। তা থেকেই ওভারপ্রতি ৪.২৬ গড়ে ৩২৪ রান তুলে ফেলেছে ইংল্যান্ড, লিড ২৭৮ রানের। অবশ্য এজন্য হারাতে হয়েছে ৯ উইকেট। আজ যত দ্রæত সম্ভব বাকি উইকেটটা তুলে লক্ষ্যটা নাগালে রাখতে চাইবে শ্রীলঙ্কা। বেন ফোকস যে অপরাজিত আছেন ৫১ রানে।

তবে ফোকস নয়, সুইপ করতে গিয়ে ব্যাটসম্যানদের আত্মহুতির ভিড়ে গতকাল ইংল্যান্ডের নায়ক ছিলেন জো রুট। ক্যারিয়ারের ১৫তম শতক তুলে নিয়ে ১৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ১২৪ রান করেন ইংলিশ দলপতি। এছাড়া ওপেনার জো বার্নস করেন ৫৯। সফরকারী দলের প্রথম সাত উইকেটই খোঁয়াতে হয়েছে লঙ্কান স্পিনারদের সুইপ করতে গিয়ে। সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আকিলা ধনঞ্জয়ার বলে। বোলিং অ্যাকশন নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়া ডানহাতি অফ-স্পিনার নেন ১০৬ রানে ৬ উইকেট। দুই উইকেট নেন দিলরুয়ান পেরেরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইল্যান্ড

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ