Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উচ্চ প্রযুক্তির নতুন অস্ত্রের পরীক্ষা

ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নববর্ষের পরই : মাইক পেন্স

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

কিম জং-উনের উপস্থিতিতে ‘উচ্চ প্রযুক্তিসম্পন্ন’ নতুন একটি অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। অস্ত্রটির ধরন ঠিক কী রকম, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ। প্রতিবেদনে শুধু বলা হয়, এটির উন্নয়নের দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। তবে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া চিত্র অনুসারে তৈরি এক প্রতিবেদনে বলা হয়, এটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কেন্দ্র অধ্যুষিত এলাকায়। চলতি বছর দেশটিতে এটিই গুরুত্বপূর্ণ কোনো অস্ত্রের পরীক্ষা ও পরিদর্শনের প্রথম ঘটনা। অনলাইন আল-জাজিরার খবরে বলা হয়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটি কোনো ধরনের পারমাণবিক অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র নয়। সাম্প্রতিক সময়ে এশিয়ার এই কমিউনিস্ট রাষ্ট্রটির পরমাণু বোমা পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিকে পরমাণু অস্ত্রমুক্ত করতে নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও শুক্রবারের নতুন এই অস্ত্র পরমাণু বোমা কিনা এখনো নিশ্চিত নয় তথাপি যেকোনো ধরনের শক্তিশালী সমরাস্ত্রের পরীক্ষাও দেশ দুটির মধ্যে সংকট তীব্র করে তুলতে পারে। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, একাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্সে এই পরীক্ষাটি চালানো হয়েছে। এসময় ব্যাপক উচ্ছাস প্রকাশ করেছেন কিম জং-উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং-উন প্রতিরক্ষা বিজ্ঞানীদের আরেকটি সফলতায় ব্যাপক উচ্ছ্বাসিত হয়েছেন। অপর এক খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আসন্ন নববর্ষের পরই ফের বৈঠকে বসতে পারেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা জানিয়েছেন। তবে পরমাণু নিরস্ত্রীকরণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এবার আর পিয়ংইয়ংয়ের ‘ফাঁকা প্রতিশ্রুতি’তে গলবে না বলে হুশিয়ারি দেন তিনি। সিঙ্গাপুরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক সম্মেলনে বৃহস্পতিবার এসব কথা বলেন পেন্স। এএফপি, বিবিসি, আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ