Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড ওয়াক অফ ফেইমে স্টার পাচ্ছেন স্নুপ ডগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

র‌্যাপ গায়ক স্নুপ ডগ অচিরেই হলিউড ওয়াক অফ ফেইমে তার নামে তারকা পেতে যাচ্ছেন। ৪৭ বছর বয়সী তারকার আসল নাম ক্যালভিন ব্রোডাস। ‘জিমি কিমেল লাইভ!’-এর সামনে তার স্টারটি হবে হলিউড বুলেভার্ডে ১,৬৫১ তম তারকা। হলিউড ওয়াক অফ ফেইমের প্রযোজক আনা মার্তিনেজ জানিয়েছেন স্নুপ ডগ এমন একজন মানুষ যে যে কোনও কিছু করতে পারে। “তিনি র‌্যাপ গান গেয়ে থাকেন, অভিনয় করেন, টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেন, রান্না করেন, এবং শিশুদের জন্য মানব হিতৈষী কাজ করেন। তিনি এই সময়ে মানুষ আমরা হলিউড ওয়াক অফ ফেইমে তাকে স্বাগত জানাই,” মার্তিনেজ বলেন। কিংবদন্তীতুল্য র‌্যাপ গায়কটির চার্টের শীর্ষে স্থান পাওয়া গানের মধ্যে কয়েকটি- ‘জিন অ্যান্ড জুস’, ‘নাথিন বাট এ ‘জি’ থ্যাং’, ড্রপ ইট লাইক ইট’স হট’, ‘সেনসুয়াল সিডাকশন’। হলিউড ওয়াক অফ ফেইম হলিউডের তারকাদের জন্য একটি শীর্ষ সম্মাননার স্মারক। এ জন্য সঙ্গীত, চলচ্চিত্র, টিভি তারকাদের নামে হলিউড বুলেভার্ডে টেরাতসো টাইলস আর পিতলে তৈরি পাঁচ মাথার তারকা স্থাপন করা হয়। ১৯৬০ সাল থেকে এই চল শুরু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ