মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রথমবারের মতো নৃশংস গণহত্যার দায়ে দুই খেমাররুজ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল। তারা হলেন, খেমাররুজ সরকারের নেতা পোল পটের ডেপুটি নুওন চিয়া ও তৎকালীন রাষ্ট্রপ্রধান খিউ সাম্ফান। চ্যাম মুসলিম ও ভিয়েতনামীদের গণহত্যার দায়ে শুক্রবার তাদের এই যাবজ্জীবন দেয়া হয়। খবর বিবিসি।
খেমার রুজ সরকারের কর্মকাণ্ড যে গণহত্যা ছিল, সেটারই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া হলো এই রায়ে। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমার রুজ সরকারের অধীনে নিয়মতান্ত্রিক উপায়ে প্রায় ২০ লাখ খেমার জাতীয়তার মানুষকে হত্যা করা হয়। কিন্তু, আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় কম্বোডিয়ার বিশাল জনগোষ্ঠীর নিধনযজ্ঞকে এর আওতায় আনা যাচ্ছিল না। এর ফলে এসব হত্যাকাণ্ডের বিচার করা হয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে। দণ্ডিতরা ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
বিচারক নিল নন দীর্ঘ এই রায় পাঠ করেন। খেমার রুজ শাসনকালে নির্যাতনের শিকার বহু মানুষ এই সময় আদালতে উপস্থিত ছিলেন। দুই খেমার রুজ নেতার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে, ধর্ষণ ও ধর্মীয় হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। কিন্তু, নুওন চিয়া চ্যাম মুসলিম ও ভিয়েতনামীদের নির্মূল করতে চেয়েছিলেন এবং খিউ সাম্ফান ভিয়েতনামীদের গণহত্যা করেছিলেন, এই অভিযোগ প্রমাণ হওয়ায় এই রায় ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।