Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৮, ৫:২৭ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাংগঠনিক সম্পাদক রনি-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের সমর্থকদের মাঝে খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রুপ শাহপরাণ হলের সামনে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়। এ ঘটনায় সাধারণ সম্পাদক ইমরান খানের একজন কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটা একটা ডিপার্টমেন্টের খেলাকে কেন্দ্র করে কোন্দল। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

শাহপরাণ হলের প্রভোস্ট মোহাম্মদ শাহেদুল হোসাইন জানান, হলের পরিস্থিতি এখন শান্ত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ