মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচিতে গত বুধবার বয়লার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। পরদিন বৃহস্পতিবার (১৫ নভেম্বর) হাসপাতাল কর্মকর্তা ও স্থানীয় পুলিশ এক প্রতিবেদনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডন।
হাসপাতাল কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। মারাত্মকভাবে দগ্ধ হওয়ার কারণে চিকিৎসা চলাকালে তারা প্রাণ হারান। আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর এক কর্মীকে নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে। এদিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, করাচির লান্ধি মঞ্জিলের কাছে হোন্ডা এটলাসের মালিকানাধীন একটি কারখানায় এ বয়লারের বিস্ফোরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।