প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইয়ারো চেনি এবং স্কট মোসিয়ার পরিচালিত এনিমেটেড ফ্যামিলি কমেডি ‘ড. স্যুস’ দ্য গ্রিঞ্চ’। চেনি পরিচালিত একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সিক্রেট লাইফ অফ পেটস’ এটি মোসিয়ারের প্রথম চলচ্চিত্র। ড. স্যুসের লেখা ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল দ্য ক্রিসমাস!’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
দ্য গ্রিঞ্চ (ভয়েস : বেনেডিক্ট কাম্বারব্যাচ) মাউন্ট ক্রাম্পেটের একটি গুহায় তার পোষা কুকুর ম্যাক্সকে নিয়ে বাস করে। তার প্রধান বিরক্তির কারণ হল বড়দিনের সময়টা। এই সময় হুভিলের বাসিন্দারা অনেক আনন্দ ফুর্তি করে আর ভীষণ আওয়াজ করে। হুভিলের বাসিন্দা হুরা যখন এই বছর আরও বড় করে বড়দিন পালনের পরিকল্পনা করছিল তখন দ্য গ্রিঞ্চ পরিকল্পনা করে তা কিভাবে বানচাল করা যায়। ম্যাক্সকে নিয়ে সে ষড়যন্ত্র করে সে নিজে সান্টা ক্লস সাজবে, ম্যাক্স সাজবে রেইনডিয়ার। তারা মিলে বড়দিন বানচাল করবে এবং নিশ্চিত করবে হুভিলের বাসিন্দারা যাতে আর কোনও দিন বড়দিন ঘটা করে পালন না করতে পারে।
হলিউড শীর্ষ পাঁচ
১ ড. স্যুস’ দ্য গ্রিঞ্চ
২ বোহেমিয়ান রাপসোডি
৩ ওভারলর্ড
৪ দ্য গার্ল ইন দ্য স্পাইডার্স ওয়েবে : আ নিউ ড্রাগন ট্যাটু স্টোরি
৫ আ স্টার ইজ বর্ন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।