Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিমান ভেঙ্গে দলে ফিরলেন সাবেক এমপি আব্দুর রশিদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ২:৫৫ পিএম
দীর্ঘ এক যুগ পরে অভিমান ভেঙ্গে বিএনপির রাজনীতিতে ফিরে এসেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ।
 
বৃহস্পতিবার(১৫ নভেম্বর)দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির দুই ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতে ফিরে এসেছেন।
 
এসময় তিনি গনমাধ্যমকে বলেন,'নানা কারনে আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতে নিস্কীয় থাকলেও আমি দল ছেড়ে যায়নি।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ-দলের শীর্ষ নেতাদের নির্দেশে আমি আবার দলে ফিরে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই।
 
তিনি বলেন,'দেশ এক ক্রান্তিময় সময় অতিক্রম করছে।দেশ শাসন করছে এক স্বৈরাচার সরকার।আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে মোকাবেলা করতে হবে।
 
উল্লেখ্য, ২০০১ এবং ২০০৮ এ দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির রাজনীতে  নিষ্ক্রিয় হয়ে যান দলটির সাবেক এই সংসদ সদস্য।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ