Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাকিবের ওপর অভিমান করেই অপুর স্বেচ্ছা নির্বাসন!

প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

আকাশ নিবির : বেশ কয়েক মাস ধরেই চিত্রনায়িকা অপু বিশ^াসের কোনো খোঁজ-খবর নেই। বিভিন্ন পত্র-পত্রিকায় এমন খবরও প্রকাশিত হয়েছে, তিনি সহায়-সম্পত্তি বিক্রি করে ভারতে স্থায়ীভাবে চলে গেছেন। আবার কেউ বলেছেন, তিনি আমেরিকা গেছেন। অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেও অনেকে তার কোনো খোঁজ পাননি। তার সবক’টি মোবাইল নম্বর বন্ধ, এমনকি ফেইসবুকের ভেরিফাইড পেজে তার সাড়াশব্দ নেই। তাকে নিয়ে নির্মিত সিনেমার নির্মাতারাও ডাবিংয়ের জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। ফলে অপু বিশ্বাসের বিষয়টি অনেকটা রহস্যময় অন্তর্ধানে পরিণত হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী অপু বিশ্বাস দেশেই আছেন। তার বাড়ি বগুড়ায় অবস্থান করছেন। অনেকটা অভিমান করেই চলচ্চিত্র থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। প্রশ্ন হচ্ছে, তার এই অভিমান কার ওপর? অপুর ঘনিষ্ঠজনদের সাথে আলাপ করে জানা যায়, চলচ্চিত্রে তার একমাত্র ভরসা এবং চলার সাথী শাকিবের ওপর অভিমান করেই দূরে সরে রয়েছেন অপু। তার এই অভিমানের শুরু সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী সিনেমার মাধ্যমে। এ সিনেমায় জয়ার সাথে জুটি বাঁধা এবং ঘনিষ্ঠতা অপু কোনোভাবেই মেনে নিতে পারেননি। পরবর্তীতে শাকিব ও অপু কোনো সেটে একসাথে কাজ করলেও কাজের ক্ষেত্রে যতটুকু কাজ করা দরকার ঠিক ততটুকু করেই দু’জন আলাদা জায়গায় বসে পড়তেন। কথা বলা দূরে থাক কেউ কারো দিকে তাকাতেন না। শাকিবও অপুর এই অভিমান পাত্তা না দিয়ে নতুন নতুন নায়িকাদের সাথে জুটি বাঁধতে থাকেন। জয়ার পর বুবলি নামে এক নতুন নায়িকাকে নিয়ে পর পর দুটি সিনেমায় অভিনয় করেন। এতে অপুর অভিমান আরো গাঢ় হয়ে ওঠে। ক্রমেই দূরে সরে যেতে থাকেন। সরবেনই না বা কেন? শাকিবকে যে তিনি অনেক ভালোবাসেন। কারণ ইতোমধ্যে চলচ্চিত্রে প্রচলিত হয়ে আছে, তারা নাকি বিয়ে করেছেন। তাছাড়া শুটিং ইউনিটের অনেকেই অপুকে ভাবি বলে সম্বোধন করেন। তাই শাকিবের সাথে অন্য কারো জুটি হোক, এটা অপু কেন চাইবেন? কিন্তু শাকিব যেন ঘরের বউ ঘরে থাকুক-এ নীতি অবলম্বন করে নতুন নতুন নায়িকা নিয়ে কাজ শুরু করেন। এতে অপুর নাখোশ হওয়াই স্বাভাবিক। শাকিবের সাথে যদি সিনেমা করাই না যায়, তাহলে অপুর চলচ্চিত্রে থাকা না থাকা সমান কথা। নায়িকা অপুর অস্তিত্ব বলেও কিছু থাকে না। ফলে অপু কাউকে কিছু না বলে শুধু শাকিবকে বোঝাতেই চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন বলে অপুর ঘনিষ্ঠজনরা বলছেন। যতদিন না পর্যন্ত শাকিব অপুর মান না ভাঙাবেন, ততদিন অপুকে চলচ্চিত্রে দেখা যাবে না বলেও তারা মত দেন। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব কি অপুর মান ভাঙাবেন?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাকিবের ওপর অভিমান করেই অপুর স্বেচ্ছা নির্বাসন!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ