Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগের মনোনয়নে বিভিন্ন আসনে তরুণদের আধিপত্য

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহের কাজ শেষে চলছে সাক্ষাৎকার। বিভিন্ন জেলায় আসন প্রতি একাধিক প্রার্থী দলের দু:সময়ে তাদের ত্যাগ ও দলকে সুসংগঠিত করার অবদানের কথা তুলে ধরছেন। বিভিন্ন আসনে আ.লীগের মনোনয়নে তরুণদের আধিপত্যদেখা গেছে।পাবনা, গাইবান্ধা, মধুখালি, শিবগঞ্জ, সরিষাবাড়ী, লালপুরসহ বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট:
পাবনা থেকে স্টাফ রিপোর্টার জানান, পাবনা-৫ সদর আসনে আওয়ামী লীগের ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । তাঁরা হলেন, বর্তমান এম.পি গোলাম ফারুক প্রিন্স, পাবনার সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, ইদ্রিস আলী বিশ্বাস, খ.ম হাসান কবীর আরিফ, রকিব হাসান টিপু এবং মাজহারুল ইসলাম মানিক।
স্টাফ রিপোর্টার গাইবান্ধা থেকে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই গাইবান্ধার ৫টি আসনে আ’লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের যারা মনোনয়নপত্র সংগ্রহণ করেছেন তারা হলেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরুজা বারী, গাইবান্ধা-২ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আ’লীগের সাধারণ স¤পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকুসহ প্রমুখ। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে বর্তমান এমপি ও সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার, সংরক্ষিত এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, সাদুল্যাপুর উপজেলা আ’লীগের সাধারণ স¤পাদক আলহাজ মো. শাহারিয়া খাঁন বিপ্লব, পলাশবাড়ী উপজেলা আ’লীগের সভাপতি আবু বক্কর প্রধানসহ প্রমুখ। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় স¤পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং গোবিন্দগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, আবদুল লতিফ প্রধান, নাজমুল ইসলাম লিটন। অপরদিকে, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান এমপি ও জাতীয় সংসদের ডেপুটি ¯পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন ও কণ্ঠশিল্পী সুশিল কুমার সরকার।
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুর-১ (মধুখালী-আলফাডাঙ্গা-বোয়ালমারী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ২২জন। ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের আরো যারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন, রুপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল, আ‘লীগ থেকে বিএনপিতে যোগদানকারী দলত্যাগী নেতা বর্তমান আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কৃষকলীগের সহ-সভাপতি সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. লিয়াকত শিকদার, তিতাস গ্যাস পরিচালক ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, কেন্দ্রীয় শ্রমীক লীগের সাধারণ সম্পাদক হাজি সিরাজুল ইসলাম, হোমিপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর (দক্ষিণ) আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও জেলা আ’লীগের সদস্য আরিফুর রহমান দোলন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ কবিরুল আলম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা জানান, নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের জন্য আওয়ামী লীগ থেকে সবমোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র পরিবহন শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশ উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী আমেনা কোহিনুর আলম, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিকান্দার আলী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোখছেদুল ইসলাম, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামী মুক্তিয়োদ্ধালীগের কেন্দ্রীয়জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সরকার,
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে আওয়ামীলীগের ২০ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এ এ আসন থেকে যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন তাঁরা হলেন, বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আবুল কালাম, সাবেক সাংসদ শহীদ মমতাজ উদ্দীনের সহধর্মিণী ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (২০০৮) শেফালী মমতাজ, শহীদ মমতাজ ও শেফালী মমতাজের ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সিলভিয়া পারভীন লেনি, বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ সাংস্কৃতিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লে. কর্নেল (অব:) রমজান আলী সরকার, ঢাকা জেলা কামরাঙ্গীরচর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, লালপুর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেনসহ প্রমুখ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে নৌকা প্রতীকের জন্য ১৭ জন মনোনয়নপ্রত্যাশী ফরম উত্তোলন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম উত্তোলনকারীদের মধ্যে বর্তমান সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী ও তার ছোট ভাই কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এনামুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মাহতাব উদ্দিন, জেলা যুবলীগের সহসভাপতি তোহিদুল আলম টিয়াসহ প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, জামালপুরের ৫টি আসনের মধ্যে সর্বাধিক আলোচিত জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের ১২ জাপার ৬ জন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসান, , তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য ফজলুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল্লাহ্সহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ