Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অপেক্ষা বাড়ল বায়ার্নের

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ২০০০ সালের পর থেকেই ঘরের মাঠে জয় দিয়ে শিরোপা নিশ্চিত করতে পারেনি বায়ার্ন মিউনিখ। টানা চতুর্থ বারের রেকর্ড শিরোপাকে সামনে রেখে গতকাল সেই সুযোগ এসেছিল তাদের সামনে। ঘরের মাঠে সমর্থকরাও কাল হাজির হয়েছিল শিরোপা উল্লাসের প্রস্তুতি নিয়েই। কিন্তু জার্মান চ্যাম্পিয়নদের ভাগ্য সহায় হয়নি কালও। তাদের চেয়ে ৩৩ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে থাকা বরুশিশিয়া মশেনগøাবাখের সাথে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরুতেই মুলারের গোলে ২৬তম শিরোপার পথে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু ম্যাচের ৭২তম মিনিটে আন্দ্রে হনসের গোলে শিরোপা ইলআসের সময়টা দীর্ঘ হয়। বুন্দেসলিগার আরেক ম্যাচে ভল্ফসবুর্গকে ৫-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্নের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তালিকার ২ নম্বর দল ডর্টমুন্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষা বাড়ল বায়ার্নের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ