নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মার্সেল ক্লাব কাপ হকি টুর্নামেন্টের দু’টি ম্যাচই ড্র হয়েছে। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সাধারন বীমার সঙ্গে ২-২ গোলে ড্র করে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। সাধারণ বীমার হয়ে আফসার উদ্দিন ও শামীম দু’টি গোল করে। অ্যাজাক্সের হয়ে দু’গোল করেন মীর মাহবুব আলী ও খালেদ মাহমুদ রাকিন। দিনের অন্য ম্যাচে ঊষা ক্রীড়া চক্রকে ২-২ গোলে ড্র করে রুখে দিয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। ঊষা ক্রীড়া চক্রের হাসান যুবায়ের নিলয় ও জুলহাইরি বিন হাশিম একটি করে গোল করেন। মেরিনার ইয়াংসের হয়ে আরশাদ হোসেন ও কৌশিক একটি করে গোল করেন।
প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে ইস্পাহানির জয়
চট্টগ্রাম ব্যুরো : প্রিমিয়ার ক্রিকেট লীগে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচেই জয় পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ম্যাচে শতদল ক্লাবের বিরুদ্ধে এক উইকেটে জয় পায় ইস্পাহানি। প্রচÐ রোদে অনুষ্ঠিত গতকালের এ ম্যাচে শতদল ক্লাব ব্যাট করতে গিয়ে শুরুতেই সাইফুল (৬) আউট হলে দল চাপের মুখে পড়ে। এরপর সামসুদ্দিন একাই লড়াই চালিয়ে গিয়ে ব্যক্তিগত ৭৭ রান করার পর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর অপরাপর ব্যাটসম্যানরা দুই অঙ্কের কোটা পার করতে না পারায় ৩২.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৩ রানে ইনিংস থেমে যায় শতদল ক্লাবের। ইস্পাহানির তারেক আজিজ ৩৫ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেয়। জবাবে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ৫ ওভার বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। তাদের রুবেলের ব্যাট থেকে আসে ৫৫ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।