Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

জুবায়েরের অল রাউন্ড পারফরমেন্সে হাসল আবাহনী

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শেষ ১৭ বলে ২৮, এমন টার্গেটকে দুরূহ ধরে নিয়েছিল আবাহনী অফিসিয়ালরাও। দুই টেল এন্ডার সাকলায়েন সজীব এবং জুবায়ের হোসেন লিখনের কাকতালীয় ব্যাটিং, এতোটা স্বপ্ন দেখেনি তারাও। অথচ, ৯ম জুটির এই দুই ব্যাটসম্যানই বিকেএসপিতে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন। ৪৯তম ওভারে পেসার শহীদকে জুবায়েরের ছক্কায় ম্যাচের চাকা গেছে ঘুরে। ওই ওভারে ১২ রানেই নড়েচড়ে উঠেছে আবাহনীর ড্রেসিং রুম। শেষ ওভারে রাতুলের প্রথম ৩ বলে ১ রানের বেশি তুলতে না পারায় শেষ ৩ বলে ৭ রানের টার্গেটের মুখে দাঁড়িয়েও সাকলায়েন সজীব আত্মবিশ্বাসে টইটুম্বুর। ৪র্থ বলকে ছক্কায় সীমানা ছাড়া করে, ৫ম বলে বাউন্ডারিতে ১ বল হাতে রেখে ব্রাদার্সের বিপক্ষে ২ উইকেটে জিতে উৎসব করেছে আবাহনী।
বোলিংয়ে ছড়িয়েছেন দ্যুতি জুবায়ের লিখন, এই লেগ স্পিনার শিকার করেছেন ৪ উইকেট (৪/৪৪), টেল এন্ডে তার ব্যাটিং কারিশমাও ( ১০ বলে ২ চার ১ ছক্কায় ১৯) দেখল আবাহনী। ১৬ বলে ৩১ রানের পার্টনারশিপটা ফিনিশ করে এসেছেন ম্যাচ, তার কৃতিত্ব টেল এন্ড সাকলায়েন সজীবকে দিতে হচ্ছে ( ১৪ বলে ১ চার ১ ছক্কায় ২০ রান)।
বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে দারুণ শুরুই করেছিল ব্রাদার্স। ইমরুল কায়েসের ফর্মে ফেরা ইনিংস ( ৬৯ রান) এবং ওপেনিং পার্টনারশিপের ৭৬ রান, দ্বিতীয় জুটির ৫২বড় স্কোরেরই সম্ভাবনা দেখিয়েছিল ব্রাদার্সকে। সেখান থেকে মাত্র ২১ রানের মধ্যে ৫ উইকেট হারালে স্কোরটা ২৪৪/৯ এ থেমেছে ব্রাদার্সের। জবাব দিতে এসে স্কোরশিটে ৪২ উঠতে ৩ টপ অর্ডারকে হারিয়ে একটু ব্যাকফুটেই নেমেছিল আবাহনী। সেখান থেকে ৫ম জুটির ৫৭ ম্যাচে ফিরিয়ে এনেছে আবাহনীকে। অবশিষ্ট দায়িত্ব পালন করেছেন লোয়ার অর্ডার এবং টেল এন্ড ব্যাটসম্যানরা। ভারতের ধর্মশালার ক্রিকেটার উদয় কাউলকে উড়িয়ে এনে এই ভারতীয় ব্যাটসম্যানের ব্যাটিং ধারাবাহিকতায় মুগ্ধ আবাহনী অফিসিয়ালরা। ৪৪*,৬৩’র পর গতকাল করেছেন ৫৯। আবাহনীর এটি ৩ ম্যাচে ২য় জয়, ব্রাদাসের এটি দ্বিতীয় হার। মূলত: তার ব্যাটিংয়েই ইনিংসের মাঝামাঝি সময়ে আস্কিং রান তাড়া করে এগিয়ে যেতে পেরেছে আবাহনী। শেষ ৬০ বলে ৭৩’র লক্ষ্যটা পাড়ি দিতে পেরেছে কাগজে-কলমে সেরা দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুবায়েরের অল রাউন্ড পারফরমেন্সে হাসল আবাহনী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ