Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজিকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

প্রকাশের সময় : ১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে স্বাগতিক তাজিকস্তানকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে সেমিফাইনালে তহুরা ও মনিকার জোড়া হ্যাটট্রিকে লাল-সবুজের মেয়েরা ৯-১ গোলে হারায় স্বাগতিদের। এই জয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলো। আগের ম্যাচে বাংলাদেশের পক্ষে দু’টি হ্যাটট্রিক করেছিলেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি। এ ম্যাচেও দু’টি হ্যাটট্রিক হয়েছে। এবার তা করলেন মনিকা ও তহুরা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সেই বড় জয় তুলে নিলো বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে বিজয়ীরা ৫-০ গোলে এগিয়ে ছিলো। শুরুতে গোল আনন্দে মাতে লাল-সবুজরা। ৬ মিনিটে গোল উৎসবের শুরু করেন তহুরা। গ্রæপ পর্বের দু’ম্যাচে চারটি গোল করা তহুরা এবার হ্যাটট্রিকের দেখা পান। ৬, ১২ ও ৭১ মিনিটে তিনটি গোল করেন তিনি। মনিকা ১৬, ৪৪ ও ৫৫ মিনিটে তিন গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। অনুচিং মগিনি ৯ ও ১৪ মিনিটে দু’গোল করেন। আর অনুচিংয়ের পরিবর্তে মাঠে নামা আখি খাতুন ৬১ মিনিটে একটি গোল করেন। ৫৮ মিনিটে তাজিকিস্তানের হয়ে এক গোল শোধ দেন আবদুল্লাইভা নিলুফার।
গত বছর এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারও দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন লাল সবুজের কিশোরীরা। টুর্নামেন্টের গ্রæপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলেছেন তারা। গ্রæপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। যেখানে তহুরা দু’টি ও মারিয়া একটি গোল করেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তো আগুন ঝড়ানো খেলা দেখান তারা। এক ম্যাচে অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি হ্যাটট্রিক করেন। তহুরাও বাদ যাননি, দু’টি গোল করে দলের ৯-০ গোলের বড় জয়ে অবদান রাখেন। সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রাখেন তারা। এখানে জ্বলে ওঠেন তহুরা, মনিকা ও অনুচিং। দিনের দ্বিতীয় সেমিফাইনালে ইরানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। আজ একই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শিরোপা জিততে লড়বে লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাজিকিস্তানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ