Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে গুলি-ফেনসিডিল উদ্ধার

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১:২৩ পিএম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠ থেকে এসব গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পুটখালী সীমান্তের বারোপোতা মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলির একটি চালান প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচারকারীরা একটি কার্টন ফেলে পালিয়ে যান। পরে ওই কার্টনের ভেতর থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৪৯ ব্যাটালিয়নের ঘিবা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, উদ্ধার হওয়া মাদক ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমার প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ