Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০৮ পিএম

কক্সবাজারে ছেলের ছুরিকাঘাতে ছব্বির আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝিলংজা পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছব্বির আহমদ পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়ার মৃত আলী মিয়ার ছেলে। তিনি বনফুল কোম্পানির ভ্যানগাড়ি চালক ছিলেন। ঘটনার পর ঘাতক ছেলে মো. রাসেল পালিয়ে গেছে।
নিহতের ছোট ভাই রমিজ আহমদ জানান, তুচ্ছ বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রী শারমিন আক্তারের উসকানিতে বড় ছেলে রাসেল বাবা ছব্বির আহমদকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোররাত প্রায় তিনটার দিকে ছব্বির আহমদের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, স্বামী-স্ত্রীর বিরোধের কারণে মর্মান্তিক ঘটনাটি ঘটলো। প্রতিবেশীদের ভাষ্য মতে মায়ের উসকানিতে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।
ঝিলংজা ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান টিপু সোলতান জানান, ঘটনাটি জানার পর পুলিশকে খবর দেয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, চেয়ারম্যান ও স্থানীয়রা খবরটি জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে নিহত

৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ