Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিঙ্গ নিরপেক্ষ ধর্ষণ আইন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ধর্ষণ সংক্রান্ত আইন লিঙ্গ নিরপেক্ষ করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনে বলা হয়, ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৭৫ ধারায় উল্লিখিত আইন লিঙ্গ নিরপেক্ষ নয়, তাই তা বাতিল করা হোক। কিন্তু, এই বিষয়টির জন্য সুপ্রিম কোর্ট উপযুক্ত মঞ্চ নয় বলে সোমবার আবেদনটি খারিজ করে দেয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ। এরপরই রঞ্জন গগৈ বলেন, “আমরা বিষয়টিতে এই পর্যায়ে হস্তক্ষেপ করতে চাই না। সংসদকে এ ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে (আইন সংশোধনের জন্য)”। ধর্ষণের আইনকে লিঙ্গ নিরপেক্ষ করার অবেদনটি করেছিল ‘ক্রিমিনাল জাস্টিস সোসাইটি অফ
ইন্ডিয়া’। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ আইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ