মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মিটু ঝড়ে উদ্দীপ্ত হয়ে নেপালের নারীরা গত মাসে টুইটার ও ফেসবুকের মাধ্যমে প্রভাবশালী পুরুষদের হাতে তাদের নির্যাতিত হওয়ার কাহিনী তুলে ধরছে। এক বছর আগে হলিউডের হেভিওয়েট প্রডিউসার হারভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে যে আন্দোলনের সূচনা হয়েছিল, সেটি ভারত হয়ে নেপালে প্রবেশ করা ছিল স্বাভাবিক ব্যাপার। অক্টোবরের প্রথম দিকে দুই নেপালি নারী যৌন হয়রানি নিয়ে তাদের নীরবতা ভাঙেন। এই দুজনের একজন ছিলেন সাবেক এক সাংবাদিক, অপরজন আল-জাজিরার সংবাদদাতা। আল-জাজিরার সুবিনা শ্রেষ্ঠী বলেন, তিনি শতাব্দী পরিবর্তনের সময় কাঠমান্ডুর কাছে এক অবকাশ নগরীতে এক ইভেন্টের সময় এক মন্ত্রীর হাতে নির্যাতিত হয়েছিলেন। কাঠমান্ডু পোস্টের সাবেক সাংবাদিক মিনা কাইনি পরে কাঠমান্ডুতে মার্কিন দূতাবাসে কাজ নিয়েছিলেন। তিনি বলেন, এক সিনিয়র সাংবাদিক তার গাড়িতে তাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।