Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে স্কুল ব্যাংকিং কনফারেন্স

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিরাজদিখানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে স্কুলগামী ছাত্রছাত্রীদের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্ঠির লক্ষ্যে জেলাভিত্তিক ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে গতকাল শনিবার জেলার ৩২টি স্কুলের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জেলার ৩২টি ব্যাংকের ব্যবস্থাপনায়, ব্যাংক এশিয়ার নেতৃত্বে জেলা প্রশাসনের সহযেগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

দুপুরে নাটিকা, ম্যাজিক শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও বই পুরস্কার দেয়া হয়। এর আগে সকালে উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

ব্যাংক এশিয়া এসএমই/এগ্রি ব্রাঞ্চ সিরাজদিখান শাখা ব্যবস্থাপক বিপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংক এশিয়া লি. এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, বাংলাদেশ ব্যংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট মহাব্যবস্থাপক মো. আবুল বশর, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ