পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কোমলমতি স্কুল ছাত্রছাত্রীদের সঞ্চয় অভ্যাস গড়ার লক্ষে মধুমতি ব্যাংক ‘স্কুল ব্যাংকিং’ সেবা চালু করেছে। এই সেবাকে সবার মাঝে ছড়িয়ে দিতে মধুমতি ব্যাংক এবং বনানীস্থ একমাত্র ডে-কেয়ার ও প্রি-স্কুল ‘চষধু ঞড় খবধৎহ’-এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চষধু ঞড় খবধৎহ-এর সত্ত¡াধিকারী ও সিইও শামস জেরিন সুরাইয়া ফেরদৌসি এবং মধুমতি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ রিটেইল মো. শাহিন হাওলাদার। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার ব্রাঞ্চ ম্যানেজার নাঈম মো. আব্দুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের স্কুল ব্যাংকিং গ্রাহকরা চষধু ঞড় খবধৎহ-এর ডে-কেয়ার, প্রি-স্কুল, আর্ট, পিয়ানো, মুভি থিয়েটার-এ বিশেষ মূল্যছাড় সুবিধা পাবে। কর্মজীবী মা-বাবার সন্তানদের জন্য বনানী বাড়ি নং ৪৫/এ, রোড নং ৪, বøক সি-তে অবস্থিত চষধু ঞড় খবধৎহ এ রয়েছে স্কুল পূর্ববর্তী শিক্ষা, সামাজিক আচরণবিধি শিক্ষা, মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সৃষ্টিধর্মী কাজের শিক্ষা। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।