Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামরিকীকরণ না করার আহ্বান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বেইজিং যে নীতি অনুসরণ করছে তা পরিবর্তন করতে হবে। একইসঙ্গে তিনি দক্ষিণ চীন সাগরকে সামিরকীকরণ করা থেকে বিরত থাকতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ওয়াশিংটনে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মাইক পম্পেও এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসও উপস্থিত ছিলেন। মাইক পম্পেও বলেন, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ তৎপরতার বিষয়ে আমরা আমাদের উদ্বেগ জানানো অব্যাহত রেখেছি। ওই এলাকা নিয়ে চীনের প্রতিশ্রুতি থেকে সরে আসার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছি আমরা। দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ এলাকার ওপর একক সার্বভৌমত্ব দাবি করে আসছে চীন। এ সাগর দিয়ে বছরে অন্তত পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চলে। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, তাইওয়ান, ব্রুনাই ও ভিয়েতনাম এ সাগরের মালিকানা দাবি করে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ