মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি চীনে একটি বিশেষ টয়লেটের উদ্বোধন করেন, যা ব্যবহার করতে পানির দরকার হয় না৷ বরং সেই টয়লেট মানুষের মল থেকে সার তৈরি করে৷
গত মঙ্গলবার চীনের সাংহাই শহরের একটি অনুষ্ঠানে ব্যতিক্রমী একটি টয়লেটের উদ্বোধন করেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ এর পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে এক দেশের মাটিতে আরেক দেশের বিনিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রাখেন তিনি৷
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে, যেমন চীন বা থাইল্যান্ডে হচ্ছে এই টয়লেটটির মতো আরো অনেক যুগান্তকারী বৈজ্ঞানিক আবিষ্কার৷ সে কারণেই এই দেশগুলির মধ্যে উন্নততর যোগাযোগ প্রয়োজন বলে মনে করেন বিল গেটস৷
এই বিশেষ প্রকল্পটিতে আর্থিক বিনিয়োগ করেছে বিল ও তার স্ত্রী মেলিন্ডার সংস্থা, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন৷’ বিশ্বের সবচেয়ে বড় এই বিনিয়োগকারী সংস্থার সাহায্যে নির্মিত টয়লেটটি অনেকটা কম্পিউটারের মতো আপনা থেকেই তার কাজ সম্পন্ন করতে সক্ষম৷ ঠিক মতো ‘প্রোগ্রাম’ করা হলে, নিজেই জলীয় ও শক্ত বর্জ্য পদার্থকে আলাদা করতে পারে এই টয়লেট৷
সারা বিশ্বে প্রতি বছর অন্তত পঞ্চাশ লক্ষ শিশু সঠিক শৌচাগারের অভাবে মারা যায়৷ এই সমস্যা প্রতিরোধ করতে গেটসের সংস্থা বিভিন্ন প্রকল্পে অর্থের জোগান দিয়ে থাকে৷ ইতিমধ্যে বিল গেটসের সংস্থা এই টয়লেটের প্রকল্পে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে৷ ভবিষ্যতে আরো ২০০ মিলিয়ন এই প্রকল্পে বিনিয়োগ করার পরিকল্পনাও তাদের আছে৷
এই প্রথম চীনের কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিলেন বিল গেটস৷ বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন বছরব্যাপী ‘টয়লেট বিপ্লব’ এর ডাক দিয়েছেন, যেখানে ২০২০ সালের মধ্যে দেশে ৬৪,০০০ নতুন টয়লেট তৈরি করার কথাও বলেছেন তিনি৷ সূত্র: ওয়াল স্ট্রীট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।