Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজাফফর নগরের নাম পাল্টে হবে লক্ষী নগর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ৫:০৬ পিএম | আপডেট : ৫:১০ পিএম, ১০ নভেম্বর, ২০১৮

এবার নাম বদল হতে চলেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফর নগরের। উত্তর প্রদেশের এই বিখ্যাত শহরটির নাম বদলে লক্ষী নগর রাখা হবে বলে জানিয়েছেন বলে বিজেপির এক এমএলএ বা বিধায়ক। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
শুক্রবার মিরাটের সারধনা আসনের বিজেপি দলীয় বিধায়ক সঙ্গীত সিং সোম বলেন, রাজ্য সরকার শিগগিরই উত্তর প্রদেশের মুজাফফর নগরসহ বহু শহরের নাম পরিবর্তন করবে। উল্লেখ্য, ২০১৩ সালে মুজাফফর নগরে সংঘটিত হিন্দু-মুসলিম দাঙ্গার তিনি অন্যতম অভিযুক্ত। এতে ৬২ জন নিহত হয় যাদের অধিকাংশই মুসলমান।
সোম বলেন, নওয়াব মুজাফফর আলির নামে মুজাফফর নগর নাম রাখা হয়েছিল। দীর্ঘদিন থেকে এ নাম পরিবর্তনের দাবি করা হচ্ছে। উত্তর প্রদেশের আরো বহু শহরের নাম পাল্টানো হবে। মুজাফফর নগরের নাম পাল্টে লক্ষী নগর রাখতে হবে।
তিনি বলেন, হিন্দু সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করেছিল মুঘলরা। বিশেষত হিন্দুত্ব ধ্বংসের। নিজেদের সংস্কৃতি রক্ষার লক্ষ্যে এগুচ্ছে বিজেপি।
এদিকে হায়দারাবাদ শহরের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করার দাবি তুলেছেন তেলেঙ্গানার এক বিজেপি বিধায়ক। তার দাবি, ১৫৯০ খ্রিস্টাব্দে শাসক কুতুব শাহ ভাগ্যনগরের নাম পালটে হায়দরাবাদ করেছিলেন।
উল্লেখ্য, মুসলিম পরিচয়বাহী নাম বদলের হিড়িক পড়েছে ভারতে। একে একে বদলে যাচ্ছে দেশটির এ ধরনের শহরের নাম। এ তালিকায় প্রথম ছিল এলাহাবাদ শহর। নাম পাল্টে করা হয়েছে প্রয়াগরাজ। এরপর ফয়েজাবাদ নাম পালটে অযোধ্যা করার ঘোষণা দেয়া হয়। ওদিকে গুজরাটের আহমেদাবাদের নাম পাল্টে কর্ণবতী করার দাবি তোলা হয়েছে।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১০ নভেম্বর, ২০১৮, ৬:১৫ পিএম says : 0
    তাতো আর হবেই ক্ষমতা যখন গরদবদের হাতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুজাফফর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ