Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাহুবলে বাস-ট্রাক্টর সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ৩:২৯ পিএম
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও ট্রাক্টর সংঘর্ষে সজল সরকার (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরচালকসহ দুজন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চারগাঁও নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত শ্রমিক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার এলাকার কান্দিগাঁও গ্রামের কটিয়া সরকারের ছেলে।
 
আহতরা হলেন- ট্রাক্টরচালক বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে রুবেল মিয়া(২৫) ও সদর উপজেলার আছিপুর গ্রামের রইছ উল্লার ছেলে অনু মিয়া (৩৫)। রুবেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-১৩৮৯) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাহুবল থেকে মিরপুরগামী একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজল সরকার মারা যান এবং আহত হন ট্রাক্টরচালকসহ দুজন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ