Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির দায়ে জেলে যেতে হচ্ছে ইমেলদা মার্কোসকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছেন আদালত। গতকাল শুক্রবার তাকে গ্রেফতারের নির্দেশ দেন দুর্নীতিবিরোধী আদালত। এসময় আদালতে ইমেলদা বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। স্বামীর শাসনামলে অগাধ ধনসম্পদের মালিক হয়ে তা দিয়ে জুতা, গহনা ও আর্টওয়ার্ক কিনে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এ নারী। শুধু তাই নয় ইমেলদার বিরুদ্ধে ম্যানিলার গভর্নর থাকাকালে সুইস প্রতিষ্ঠানে ২০০ মিলিয়ন ডলার পাচারেরও অভিযোগ রয়েছে।
১৯৮৬ সালে সেনা সমর্থিত এক গণঅভ্যুত্থানে ইমেলদার স্বামী ফার্দিনান্দ মার্কোস ক্ষমতাচ্যুত হন। এরপর এ দম্পতির দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ পাওয়া যায়। ১৯৮৯ সালে নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যু হয় ফার্দিনান্দের। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মেয়ের ছেড়ে দেওয়া গভর্নরের আসনে প্রতিদ্বদ্বিতা করতে নিবন্ধন করেছেন ইমেলদা। তবে আদালত তাকে অযোগ্য ঘোষণা করেন। আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। ইমেলদার মেয়ে ইমে ইলকস নর্তের মেয়র। তিনি আগামী বছর সিনেটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাই মেয়রের পদ ছাড়ছেন তিনি। খবর : আলজাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমেলদা মার্কোসকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ