Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে নোট বাতিলের যুক্তি খারিজ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কালো টাকা রুখতে ও নকল নোট এড়াতে নোট বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে যুক্তি উত্থাপন করে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু মোদি সরকারের সেই যুক্তিই মানতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ বছর পরও নোট বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক এখনো থামেনি। বৃহস্পতিবার ছিল নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তি। ২ বছর পরেও মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত কার্যত ভুল ছিল বলে ইতিমধ্যে সোচ্চার হয়েছে বিরোধীরা। সরকারের আরও দাবি, নোট বাতিলের ফলে কালো টাকার কারবারিরা বিপাকে পড়েছেন। অর্থাৎ কিনা, উদ্দেশ্য সফল হয়েছে। কিন্তু মোদি সরকারের সেই যুক্তি মানতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ডের ৫৬১তম বৈঠকের গুরুত্বপূর্ণ নথি বলছে, নোট বাতিলকে সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও সেন্ট্রাল ব্যাঙ্কের ডিরেক্টর সতর্ক করেছিলেন যে, বর্তমান বছরে দেশের আর্থিক বৃদ্ধিতে এর ফলে কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। এ বৈঠকের ৫ সপ্তাহ পর ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বৈঠকের সেই নথিতে সই করেছিলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। ২০১৬ সালের ৭ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিমুদ্রাকরণের প্রস্তাব মেলার পরই সরকার যে যুক্তি দেখিয়েছিল সে বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন আরবিআই ডিরেক্টর। সরকারের তরফে প্রস্তাবে বলা হয়েছিল যে, ৫০০ ও হাজার টাকার নোট বাজার থেকে তুলে নিলে কালো টাকা ও নকল নোট রোখা যাবে। কিন্তু, কেন্দ্রীয় ব্যাঙ্কটি তাতে মোটেই সায় দেয়নি। এমন তথ্য সামনে চলে আসায় এখন সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান, আরবিআই-এর এই অসম্মতি বিরোধীদের হাতে নয়া অস্ত্র হয়ে উঠবে। কালো টাকা রোখা নিয়ে নোট বাতিলের সিদ্ধান্ত যে কতটা অমূলক তার বর্ণনা দিতে গিয়ে বোর্ড পর্যবেক্ষণ করেছিল যে, অধিকাংশ কালো টাকাই নগদ রূপে নয়, সোনা বা রিয়েল এস্টেটের রূপে রাখা হয়ৃফলে এই পদক্ষেপের ফলে ওই সম্পদের উপর কোনও প্রভাব পড়বে না। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে নোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ