Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর মেঘনা নদীর পাড়ে ইজতেমার প্রস্তুতি চলছে

চাঁদপুর থেকে বি এম হান্নান | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

চাঁদপুর শহরের পুরাণবাজার মেঘনা নদীর পাড়ে জেলা ইজতেমার প্যান্ডেল নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে। দ্বিতীয়বারের মতো বিশ্ব ইজতিমার তত্তবধানে আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রায় ৪/৫ লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে আয়োজকরা আশাবাদী।
ইতিমধ্যে অর্ধেক মাঠ জুড়ে প্যান্ডেলের খুটি গাড়া সম্পর্ণ হয়েছে। বাকী অর্ধেকে স্থানীয় কৃষকদের আবাদি ফসল কয়েক দিনের মধ্যে তোলা হলে প্যান্ডেল নির্মান শুরু হবে। প্যান্ডেলের আনুষঙ্গিক মালামাল মাঠে মজুদ রাখা হয়েছে। বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত প্যান্ডেল নির্মান সম্পর্ণ হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় মাঠের অভ্যান্তরে নিরাপত্তা টাওয়ার স্থাপন করা হয়েছে। স্বল্প পরিষরে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে। মুসল্লিদের গোসলের জন্য নদীর পাড়ে পর্যাপ্ত অস্থায়ী ঘাটলা তৈরি করা হয়েছে। আজু এবং টয়লেটের জন্য প্রয়োজনীয় পানির টেপ স্থাপনের কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন পেশা ও শ্রেণির লোকজন প্যান্ডেল নির্মাণের কাজে স্বেচ্ছায় সহায়তা করছেন। মাঠের দায়িত্বে থাকা তাবলিক জামাতের কয়েকজন মুরব্বীর সাথে কথা হলে তারা জানান, নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেলসহ আনুষঙ্গিক সকল কাজ সম্পন্ন হবে। তারা আশা করছেন গত বছরের চেয়ে এবার ধর্মপ্রান মুসল্লির সমাগম বেশি হবে।
আয়োজকগন দাবি করেন, সব শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লি ইজতিমায় অংশগ্রহণ করলে লাখ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এ মাঠেও ৮টি উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্যে আলাদাভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তারও ব্যবস্থা রাখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ