Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বিজ্ঞাপনে অভিনেত্রী সাফা কবির

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম

অভিনেত্রী সাফা কবির নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। রাসেল শিকদারের নির্দেশনায় ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। সাফা কবির বলেন, ‘আমি অনেক বিজ্ঞাপনে কাজ করেছি। তবে নতুন এই বিজ্ঞাপনটির বাজেট অনেক বেশি। কাজটিও খুব ভালো হয়েছে। রাসেল শিকদারের নির্দেশনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করলাম। অনেক যতœ নিয়ে কাজটি করা হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ সাফা কবির জানান, শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্যই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। শিগগিরই প্রচারে আসবে। বিজ্ঞাপনে সাফা কবির প্রথম আলোচনায় আসেন রাহাত রহমানের নির্দেশনায় ‘প্রাণ পিনাট বার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে। তার প্রথম বিজ্ঞাপন ছিল আশফাক উজ্জামান বিপুলের ‘এয়ারটেল’র বিজ্ঞাপন। সর্বশেষ গত বছর জুন মাসে ‘স্বপ্নজাল’র নায়ক ইয়াশ রোহানের সঙ্গে আইরিনের নিদের্শনায় একটি আইসক্রিমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। অন্য অনেকের মতো সাফা কবিরেরও ইচ্ছে আছে সিনেমায় কাজ করার। গল্প, চরিত্র ভালোলাগলেই কাজ করবেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ