Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১১:৪১ এএম | আপডেট : ৩:৪১ পিএম, ৯ নভেম্বর, ২০১৮

পাবনায় ফের এক যুবককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাবনার আতাইকুল থানা এলাকার শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে মধুপুর মাদ্রাসা রোডের নিকটে একটি মাঠে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেন। সনাক্ত করা হয় লাশটি ঐ গ্রামের হেলাল মিয়ার পুত্র সোহলে হোসেনের(২২)। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা বৃহষ্পতিবার দিবাগত রাতের যে কোন সময় সোহেলকে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখে যায় হত্যাকারীরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান সুরতহাল রিপোর্ট উদ্ধৃত করে জানান, নিহত সোহেলের শরীরে আঘাতের চিহ্ণ দেখা গেছে এবং শ্বাসরোধের আলামত পাওয়া গেছে। তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ এখনও জানা যায়নি। মোটিভ জানতে এবং হত্যার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র মিশুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্বাসরোধে হত্যা

১৯ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ