Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলা হকি সিরিজ জিতল ঢাকা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকা একাদশ ও কলকাতা ওয়ারিয়র্সের মোড়কে বাংলাদেশ-ভারত তিন প্রীতি ম্যাচের মহিলা হকি সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ। গতকাল বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকা একাদশ ৩-০ গোলে হারায় কলকাতা ওয়ারিয়র্সকে। স্বাগতিক দলের হয়ে জোয়ায়রিয়া ফেরদৌস জয়িতি, নাদিরা ও নমিতা কর্মকার একটি করে গোল করেন। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতলো ঢাকা একাদশ। আগের দিন তারা ২-০ গোলে হারিয়েছিল কলকাতাকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই প্রীতি হকি ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ঢাকা একাদশের মেয়েরা। ম্যাচে বড় ব্যবধানের এই জয়ে দারুণ খুশি লাল-সবুজের মেয়েরা। তিন গোলদাতা জয়িতা, নমিতা ও নাদিরা ম্যাচের পর বলেন,‘আমরা চেষ্টা করেছি ভালো খেলতে। আমাদের গোলে দল জিতেছে এ জন্য দারুণ খুশি আমরা।’ সিরিজের শেষ ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহিলা হকি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ