মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের বিভিন্ন দেশের মতো চীনে দিনদিনই বাড়ছে নারী বৈমানিকের সংখ্যা। বৈষম্য ছাপিয়ে পুরুষ বৈমানিকদের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন দেশটির নারী বৈমানিকরা সিনহুয়ার খবরে বলা হয়েছে। অপরদিকে, পাইলটের পেশায় বিশ্বে ভারতীয় নারীদের অংশগ্রহণের হার শতকরা হিসাবে সবচেয়ে বেশি। এ হার বিশ্বে নারী পাইলটের সামষ্টিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইন্টারন্যাশনাল সোসাইটি অব ওমেন এয়ারলাইন পাইলটসের (আইএসএ+২১) এক পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, পরিসংখ্যানে বলা হচ্ছে, বিশ্বে নারী পাইলটের হার শতকরা ৫.৪। তবে ভারতে নারী পাইলটের হার ১২.৪। ভারতে মোট পাইলটের সংখ্যা ৮ হাজার ৭৯৭ জন। এর মধ্যে নারীদের সংখ্যা ১ হাজার ৯২ জন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নারী পাইলটের হার ৭.৫। বিমান ভ্রমণের চাহিদা এবং পাইলট সঙ্কট থাকায় নারী বৈমানিকদের কাজের সুযোগ করে দিচ্ছে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি। চায়না আন্তর্জাতিক এভিয়েশন ও অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশ নিয়েছেন অনেক নারী বৈমানিক। হ্যানের বৈমানিক হওয়ার স্বপ্নটা ২০০৮ সালের। যেসময় তিনি পরীক্ষা দিয়েছিলেন, তখন তার প্রতিদ্ব›দ্বী ছিলেন অন্তত ৪শ› জন। সাংহাই ভিত্তিক স্প্রিং এয়ারলাইন্স হ্যানের বিশ্ববিদ্যালয় থেকে শুধু তাকেই নির্বাচন করেছেন বিমান পরিচালনার প্রশিক্ষণের জন্য। বর্তমানে তিনি চীনের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানের পাইলট। দৈনিক ১শ› ৮০ জন যাত্রী নিয়ে চীনের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করেন হ্যান। যাত্রা পথটা খুব সহজ না হলেও এখন দিনদিনই বিমান পরিচালনায় বাড়ছে নারীদের সংখ্যা। হ্যান সিউয়ান বলেন, বর্তমানে চীনে নারী বৈমানিকের সংখ্যা ১ দশমিক ৩ শতাংশ। যেখানে পুরুষ বৈমানিক ৫৫ হাজারের ওপরে। সারাবিশ্বে পাইলটের সংখ্যা দেড় লাখের বেশি। এর মধ্যে ৮ হাজার ৬১ জন নারী। এসব নারী পাইলটের মধ্যে ২ হাজার ১৯০ জন ক্যাপ্টেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওই বছর বিশ্বে নারী পাইলটের হার ছিল ৫.৯। ভারতে এ হার ছিল ১১ ভাগ, যা ওইসময়ও বিশ্বে নারী পাইলটের হারের দ্বিগুণ। পরিসংখ্যানের তথ্যানুসারে, বিশ্বের মধ্যে সবচেয়ে নারী পাইলট নিয়োগ দিয়েছে দিল্লিভিত্তিক জুম এয়ার, শতকরা ৩০ জন। অর্থাৎ প্রতি ৩০ জনে ৯ জন নারীকে পাইলট হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দিগো এয়ারলাইন। প্রতিষ্ঠানটিতে নারী পাইলটের হার ১৩.৯। প্রতিষ্ঠানটির ২ হাজার ৬৮৯ জন পাইলটের মধ্যে নারী পাইলট ৩৫১ জন। এর মধ্যে ১১৮ জন নারী কমান্ডার। সিনহুয়া, টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।