মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : স্পেনের দক্ষিণাঞ্চলে ভূগর্ভস্থ পানির লাইন ঠিক করতে গিয়ে প্রাচীন রোমান মুদ্রার ভা-ার খুঁজে পেয়েছেন নির্মাণ শ্রমিকরা। প্রায় ৬০০ কেজি ব্রোঞ্জ মুদ্রা লুকানো ছিল ১৯টি জারে। স্পেনের ভূতাত্ত্বিক জাদুঘরের প্রধান আনা নাভারো বলেন, এটা একটা অনন্য আবিষ্কার। এমনটা সাধারণত ঘটে না। তিনি আরও জানান, এই মুদ্রাগুলো তৃতীয় ও চতুর্থ শতকের মাঝামাঝি কোন সময়ের হতে পারে। এই মুদ্রাগুলোর বর্তমান মূল্য দাঁড়াতে পারে কয়েক মিলিয়ন ইউরো। মুদ্রাগুলোর ওপর রোমান শাসক ম্যাক্সিমিয়ান ও কন্সটানটাইনের প্রতিকৃতি খোদাই করা রয়েছে। মুদ্রাগুলোর ঝকঝকে রং থেকে ধারণা করা যায়, এগুলো কখনোই ব্যবহৃত হয়নি। এই গুপ্তধন উদ্ধারের কারণে পানির পাইপের কাজ স্থগিত করা হয়েছে। ওই অঞ্চলে ভূতাত্ত্বিক খননের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।