Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে যুবলীগের মিছিল

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ৮:৩৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের দিন ঘোষণার পরপর তারা এই মিছিল বের করেন।
মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের নেতৃত্বে কলেজ রোডস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি বের হয়। পরে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন মিয়া হিরা প্রমুখ। সমাবেশে উপজেলা ও পৌর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুরে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ