মাগুরা জেলা শহরে কলেজ পাড়ার একটি বাড়িতে বুধবার মধ্যরাতে অভিযান চলিয়ে ৫০০ পিস ইয়াবা, গাঁজা এবং মাদকের বিভিন্ন সরঞ্জামসহ মা ও মেয়েকে আটক করেছে সদর থানা পুলিশের একটি দল ।
আটকরা হলেন, মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮), তার মেয়ে ফরিয়া তাবাসুম মুক্তি (১৮) এবং অজ্ঞাত এক যুবক।
এর আগে নতুন বাজার এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক ওই যুবকের দেওয়া তথ্যর সুত্র ধরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।
মাগুরা থানার পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজার থেকে পুলিশ মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের সুত্র ধরে এস আই আলমগীর, এস আই রেজাসহ পুলিশের একটি দল ওই যুবকের মাধ্যমে মনিরা বেগমের কাছ থেকে ইয়াবা কেনার কথা বলে মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকা স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ে ফরিয়া তাবাসুম মুক্তির কাছে থাকা পুতুলের ভেতর থেকে এবং বিলাস বহুল ঘরের বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ইয়াবা, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এরপর মা-মেয়েকে আটক করে পুলিশ।
তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।