Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৮, ১২:৪০ পিএম

অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসকে চাকরিচ্যুত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা বলা হয়।
বুধবার টুইটারে ট্রাম্প জানান, অ্যাটর্নি জেনারেল জেফ সেসনসকে তার দায়িত্বের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার মঙ্গল কামনা করছি।
জেফ সেসনস-এর পরিবর্তে চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটেকারকে অস্থায়ী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যাথিউ মার্কিন অভ্যন্তরীণ কর্মকান্ডে রুশ সম্পৃক্ততা বিষয়ক তদন্তের সমালোচক। এসব তদন্ত থেকে পার পেতে ট্রাম্প সবসময় হোয়াইট হাউজকে টপকে তার শীর্ষ আইন কর্মকর্তাদের দোষারোপ করেছেন।
আলবামার সাবেক সিনেটর জেফ সেসনস তার পদত্যাগপত্রে লিখেন, প্রিয় প্রেসিডেন্ট আমি আপনার অনুরোধে পদত্যাগপত্র দাখিল করছি। দায়িত্ব পালনকালে আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করেছি।
তবে জেফ সেসনস এর ওই পদত্যাগপত্রে কোন তারিখ উল্লেখ করা হয়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ