পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বহুল প্রত্যাশিত ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চলাচলকারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হবে আজ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বিকাল ৫টায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি ট্রেনটি উদ্বোধন করবেন। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন থেকে টাঙ্গাইলবাসী একক ট্রেনের দাবি করে আসছে। এই দাবির প্রেক্ষিতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত চলাচলকারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হবে। ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন আজ থেকে চলাচল করবে।
উল্লেখিত ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে।
টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ দ্বারা চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুর রেলপথে চলাচল করত।
এদিকে, টাঙ্গাইলবাসীর ট্রেনের দাবি পূরণ হওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করেছে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।