প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বলিউডের ‘লুপ্ত’, ‘রাষ্ট্রপুত্র’, ‘কুত্তে কি দাম’, ‘জ্যাক অ্যান্ড দিল’, ‘মওসাম ইকরার কে দো পাল পেয়ার কে’ এবং ‘এককিস তারিখ শুভ মুহুরাত’ ফিল্ম ছয়টি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম দুটি ফিল্মই সপ্তাহান্তে ১ কোটি রুপি আয় অতিক্রম করতে পেরেছে। প্রভুরাজের পরিচালনায় হরর ফিল্ম ‘লুপ্ত’তে অভিনয় করেছেন জাভেদ জাফরি, বিজয় রাজ, করণ আনন্দ, নিকি ওয়ালিয়া, মীনাক্ষী দীক্ষিত এবং ঋষভ চাদ্ধা। ফিল্মটি প্রথম দিন আয় করেছে ৭৫ লাখ রুপি, সপ্তাহান্তের আয় ২.০৫ কোটি রুপি। জাভেদ আর বিজয়ের অভিনয় প্রশংসিত হলেও ফিল্মটি বরং প্রতিকূল মত পেয়েছে। অ্যাকশন ফিল্ম ‘রাষ্ট্রপুত্র’ পরিচালনা করেছেন আজাদ। এতে অভিনয় করেছেন আজাদ, রুহি সিং, আনুষ্কা, জেমি লিভার, বিবেক বস্বানি, অচিন্ত্য কওর, রাকেশ বেদি,অতুল শ্রীবাস্তব, দীপরাজ রানা এবং জাকির হুসেন। শুক্রবার ৪৫ লাখ রুপি আয় করে সপ্তাহান্তে ফিল্মটি ১.০৯ কোটি রুটি আয় করেছে। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘কুত্তে কি দাম’, ‘জ্যাক অ্যান্ড দিল’, ‘মওসাম ইকরার কে দো পাল পেয়ার কে’ এবং ‘এককিস তারিখ শুভ মুহুরাত’ ফিল্মগুলোর প্রতিটি সপ্তাহান্ত পর্যন্ত ১ কোটি রুপির কম আয় করেছে। এর কোনোটি প্রশংসাও পায়নি। ‘বাধাই হো’র আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। ‘বাজার ফিল্মটির সর্বশেষ আয় ২১.৫০ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।