Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়া সীমান্তে গুলি : মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ৭:০১ পিএম

বাংলাদেশ-মিয়ানমারের উখিয়া সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরের মতো মিয়ানমার এ ঘটনার দায় অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি করায় আজ দুপুরে তাকে তলব করা হয়।
গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় গুলি চালায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সেদিন দুপুরে তিন দফায় ৪১ রাউন্ড গুলি চালায় বিজিপি। ওই ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাসহ দুই যুবক আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ