বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক শ্লীলতাহানির দায়ে স্বপন মিয়া (৪০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার। কারাদণ্ড প্রাপ্ত স্বপন মিয়া কসবা উপজেলার কুটি গ্রামের মৃত অহেদ মিয়ার ছেলে। দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, উপজেলার কুটি এলাকায় ৫ বছর বয়সী একটি শিশু প্রতিদিনই গ্রামের একটি চায়ের দোকানে যায়। স্বপন মিয়া শিশুটিকে ফুসলিয়ে শ্লীলতাহানি করেন। গতকালও শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানি করেন। পরে স্থানীয় লোকজন ওই স্বপন মিয়াকে আটক করেন। পরে নির্বাহী হাকিম ও কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার ঘটনাস্থলে পৌঁছে শিশু, তার মা, স্থানীয় লোকজন এবং স্বপন মিয়ার বক্তব্য শুনেন। এ সময় স্বপন মিয়া তার দোষ স্বীকার করায় শ্লীতাহানীর অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, কারাদন্ডপ্রাপ্ত স্বপন মিয়াকে দুপুরেই ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।