Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছত্তিসগড়ে ৬২ মাওবাদীর আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ৫:১৭ পিএম

ভারতের ছত্তিসগড় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আত্মসমর্পণ করেছে অন্তত ৬২ জন মাওবাদী সদস্য। মঙ্গলবার (৬ নভেম্বর) রাজ্যের নারায়ণপুর জেলা পুলিশের কাছে অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করেছে মাওবাদীর এসব সদস্যরা। অন্যদিকে এ ঘটনাকে ‘এক বিশাল অর্জন’ বলে আখ্যা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এ বিষয়ে জেলা পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা জানান, নারায়ণ পুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে একসঙ্গে ৬৬ জন মাওবাদী সদস্য তাদের ৫১টি দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে।
এ দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সে সময় আত্মসমর্পণকারীরা সিপিআই মাওবাদী’র কুতুল আঞ্চলিক কমিটির সদস্য ছিল। নারায়ণপুর জেলার অবুঝ মাড়ই মাওবাদীদের বেস ক্যাম্প বলে বেশ পরিচিত।
অপরদিকে মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে এক টুইট বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলছেন, ‘এটি আমাদের একটি বিশাল অর্জন। তাদের দেখে অন্য সব মাওবাদীরাও আত্মসমর্পণের বিষয়ে উৎসাহী হয়ে উঠবে।’
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর রাজ্যটিতে প্রথম দফায় মোট ১৮টি আসনে অনুষ্ঠিত হবে বিধানসভার ভোট গ্রহণ। নির্বাচনের আগে মাওবাদীদের এ আত্মসমর্পণ রাজ্য সরকারকে একরকম স্বস্তি এনে দিয়েছে। সূত্র: পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছত্তিসগড়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ