Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৮, ৩:৪৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাকের চাপায় জয়ন্তী উরাঁও (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও তিনজন।

বুধবার (৭ নভেম্বর) সকালে নিমগাছী যৌতুক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্তী উরাঁও উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের প্রফুল্ল উরাঁওয়ের স্ত্রী।

আহতরা হলেন- প্রফুল্ল উরাঁও (৪৬), ক্ষীর মোহন উরাঁও ((৩৮) ও ভ্যানচালক শ্রী মজিবর চন্দ্র সরকার (৪৫)।

নিহতের স্বামী প্রফুল্ল উরাঁও জানান, ইটভাটায় কাজ করার জন্য তিনি ও তার স্ত্রী জয়ন্তী ব্যাটারিচালিত অটোভ্যানে করে যাচ্ছিলেন। ভ্যানটি নিমগাছী যৌতুক মোড় এলাকায় পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়ন্তী উরাঁওয়ের মৃত্যু ও ভ্যানচালকসহ আহত হন আরও তিনজন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ