বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুর শহরে ডিবি পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সদস্য বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাগর ওরফে আসলাম ওরফে কামাল গোসাইরহাট উপজেলার ভোগকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন।
জেলা ডিবি পুলিশের বরাত দিয়ে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দাবি করেন, মঙ্গলবার দুপুরে কার্তিকপুর বাজারে ডাকাতি মামলায় সাগরকে আটক করে ডিবি পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে শহরের দার্সাত্তা গ্রামে অস্ত্র উদ্ধারে যায় পালং থানা পুলিশ। এ সময় সেখানে ওঁৎ পেতে থাকা সংঘবদ্ধ ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে সেখানে সাগরকে পড়ে থাকতে দেখে পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।