বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ধোবাউড়া থানার মৃত্যুদন্ডপ্রাপ্ত ৮ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আসামীপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে এ রায় দেন। আদালতে আসামীপক্ষে শুনানি করেন আইনজীবী আফজাল এইচ খান।
এ বিষয়ে আফজাল এইচ খান বলেন, ময়মনসিংহের ধোবাউড়া থানার চোরের ভিটা গ্রামে ২০০৬ সালের ২২ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির ঘটনায় তিনজন নিহত হয়। ওই ঘটনায় একই তারিখে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০১২ সালে ১৬ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ আট জনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
নিম্ন আদালতের ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গতকাল হাইকোর্ট নিম্ন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত ৮ আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়ে রায় দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।