মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার উচিৎ ছিল সবার সঙ্গে নরম সুরে কথা বলা। গতকাল সোমবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার বৃহৎ প্রচারমাধ্যম ‹সিনক্লেয়ার›কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত দুই বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে থাকাকালীন অবস্থায় অনুশোচনার করার জন্য কোন বিষয় থাকলে সেটা হচ্ছে আমার কথার ধরণ। আমার উচিৎ ছিল সবার সঙ্গে নরম সুরে কথা বলা। তিনি আরো বলেন, সবার সঙ্গে নরম সুরে কথা বলা উচিৎ ছিল কিন্তু আমার কোন উপায় ছিল না। মধ্যবর্তী নির্বাচনের কারণে অনেক রাজনীতিবিদ অনেক ঝাঁঝালো বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমার সেটা পছন্দ না। আমায় মনে হয় মধ্যবর্তী নির্বাচনের পর অনেক কিছু ঘটবে। কিন্তু এই মুহূর্তে তারা তাদের মত আছে এবং আমরা আমাদের মত, বলেন ট্রাম্প। এছাড়া তিনি শরণার্থীদের ব্যাপারে বলেন, লাখো শরণার্থী আমাদের দেশের আইন ভাঙছে, আমাদের সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।