Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়! অবিশ্বাস্যই বটে। এর মধ্যে শেষ দুটি আবার তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। পরশু রাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারায় পাকিস্তান। টানা ম্যাচ জয়েও এখন তারা আফগানিস্তানের (১১) পরেই (৮)।
দুবাইয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসের পথে বিরাট কোহলিকে (২৭) ছাড়িয়ে টি-২০ ক্রিকেটের দ্রুততম হাজার সান সংগ্রাহক বনে যান বাবর আজম (২৬)। মোহাম্মদ হাফিজ ৫৩ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ২ উইকেটে ৯৬ রানের পরও ১৯ বল বাকি থাকতে ১১৯ রানে গুটিয়ে যায় কিউই ইনিংস। অধিনায়ক উইলিয়ামসন করেন সর্বোচ্চ ৬০ রান। পাকিস্তানের পক্ষে শাদাব খান তিনটি, ওয়াকাস মাকসুদ ও ইমাদ ওয়াসিম দুটি এবং ফাহিম আশরাফ একটি উইকেট লাভ করেন। বাবর আজম ম্যান অব দ্যা ম্যাচ এবং মোহাম্মদ হাফিজ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ