Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালারুকা মাদরাসায় হামলা

সন্ত্রাসীদের অপতৎপরতা সহ্য করা হবে না

সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরাম : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরামের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা সিলেট সদর উপজেলার পুরান কালারুকা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসায় সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি জানান, বর্তমান সরকার যখন দেশের সরকারি-আধা সরকারি মাদরাসা, কওমী মাদরাসাসহ শিক্ষা ব্যবস্থার একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নসহ সামগ্রিক উন্নতি সাধনে বদ্ধপরিকর তখনই আমরা স্থানীয় দু-একটি পত্রিকায় লক্ষ্য করলাম, ঘটনাস্থল পুরান কালারুকা গ্রাম এলাকার কিছু সংখ্যক লোক জঘন্য সন্ত্রাসী এ কর্মকান্ডের প্রতিবাদ না করে ভাংচুরকৃত মাদরাসা সুপারের দায়েরকৃত মামলার আসামি সন্ত্রাসীদেরকে নিয়ে বিবৃতি ও মানববন্ধন করছে, যা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। তিনি আশা প্রকাশ করেন, কোন অশুভ শক্তি বা চক্রান্তকারীর ভুল তথ্য ও মিথ্যা বক্তব্যে কোন মুসলামান বা সুশীল সমাজ বিভ্রান্ত না হয়ে ঈমানী দায়িত্ববোধ থেকে ন্যায়-ইনসাফের স্বার্থে একটি দ্বীনি প্রতিষ্ঠান পুরান কালারুকা দারুসসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠা ও রক্ষার এ মহতি আন্দোলনে শরীক হবেন। আগামী ৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের মধ্যে প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষ দাবি আদায় পূর্বক কার্যকর ব্যবস্থা না নিলে গোটা সিলেটবাসীকে নিয়ে বৃহত্তর পর্যায়ে পরবর্তী কঠোর কর্মসূচি সমাবেশ থেকে ঘোষণা করা হবে । প্রসঙ্গত, আহত ছাত্র-শিক্ষকের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ, মাদরাসা ভাংচুর এবং ওয়াজ মাহফিলে হামলার যাবতীয় ক্ষয়-ক্ষতি আদায়ের দাবীতে সিলেট সদর উপজেলা সচেতন নাগরিক ফোরাম উপজেলার সকল দল-মত, ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ইতিমধ্যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় বিক্ষোভ মিছিল, কর্মসূচিতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একাত্মতা প্রকাশ ও সম্মতি স্বাক্ষর, গণসংযোগ ও গণস্বাক্ষর গ্রহণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, সুশীল সমাজ নিয়ে সূধী সমাবেশ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনসহ জেলা প্রশাসক ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করে সুশৃংখল ও সফলভাবে ঘটনার দিন থেকে ঘোষিত কর্মসূচিসমূহ পালন করে আসছে। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ