Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপাল-ভারত ট্রেন উদ্বোধন ডিসেম্বরে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৬:১৪ পিএম

আগামী ডিসেম্বর থেকে নেপাল ও ভারতের মধ্যে প্রথম ব্রডগেজ লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। ভারতীয় রেলওয়ে সূত্রে এ কথা জানা গেছে। বিহারের জয়নগর থেকে দক্ষিণ নেপালের জনকপুর জোনের ধানুশা জেলার কুরথা পর্যন্ত ৩৪ কিলোমিটার দীর্ঘ লাইনে এই ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
জয়নগর স্টেশনে অভিবাসন দফতরের শাখা খোলা হতে পারে। এতে রাজ্য বা কেন্দ্রিয় অভিবাসন ব্যুরোর কর্মকর্তারা থাকবেন। এই লাইনে চলাচলের জন্য নেপাল বা ভারতীয় নাগরিকদের ভিসার প্রয়োজন হবে না।
নেপালের কর্তৃপক্ষ রেলওয়েকে জানিয়েছে যে এই লাইনে চারটি ট্রিপ চলাচল করবে এবং শিফট হবে ৮ থেকে ১৬ ঘন্টার। প্রথম ট্রেনটি যাত্রীবাহী হলেও নেপাল যাত্রী ও পণ্যবাহী উভয় ধরনের ট্রেন চালানোয় আগ্রহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ