মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালিডোনিয়ায় রবিবার অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার দাবি প্রত্যাখ্যান করেছে সেখানকার অধিবাসীরা। মূল ভূখণ্ড থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালিডোনিয়ার স্বাধীনতার প্রস্তাবের বিপক্ষে ৫৬ দশমিক ৪ শতাংশ লোক ভোট দিয়েছে। যেখানে নির্বাচনে মোট ভোট পড়েছে প্রায় ৮০ দশমিক ৬৩ শতাংশ। খবর আরটি নিউজ।
এ বিষয়ে আরটি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এ ভূখণ্ডটি ফ্রান্সের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে যে পরিমাণ ভোট আশা করা হয়েছিল নির্বাচনে সে পরিমাণ ভোট তারা পায়নি।
উল্লেখ্য, এমনই এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে পেরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো গর্ব করে বলেছেন, ‘এ গণভোট ছিল ফরাসি প্রজাতন্ত্রের প্রতি আস্থার একটি ইঙ্গিত। ভবিষ্যতেও এই মূল্যবোধ আরও অটুট থাকবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।