Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে প্রশ্নপত্র ফাঁসচক্রের দুই জন আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৮, ৩:১৬ পিএম

যশোর জেলা গোয়েন্দা পুলিশ ।প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত অভিযোগে দুই জনকে আটক করেছে। সোমবার দুপর ১২টার দিকে যশোর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, আটককৃতরা হলেন. যশোরের মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের কৃষ্ণ মিত্র (২৫) ও হাদিউজ্জামান (৩০)। তাহেরপুর বাজার থেকে তাদের আটক করে যশোর ডিবি অফিসে নেওয়া হয়েছে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের এসআই শামীম হোসেন, এসআই সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে একটি ফোর্স হাদিউজ্জামান ও কৃষ্ণ মিত্রকে আটক করে। ওইসময় তাদের কাছ থেকে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সোশাল মিডিয়ায় প্রচারণার জন্যে ব্যবহৃত চারটি মোবাইল ফোন সেট, আটটি সিম কার্ড (একটি বিকাশ নাম্বারসহ) দুটি ফেসবুক আইডিতে প্রকাশিত প্রশ্নপত্রের ১১ পাতা জব্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্নপত্র ফাঁস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ