পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর যোগদানে ঐক্যফ্রন্টের শক্তি আরও বেড়ে গেল বলে মন্তব্য করেছেন জেএসডির সভাপতি ও ফ্রন্ট নেতা আ স ম রব।
সোমবার দুপুরে মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন জোটে যোগদানের ঘোষণা দেন কাদের সিদ্দিকী।
এ সময় তাকে অভিনন্দন জানিয়ে আ স ম রব বলেন, কাদের সিদ্দিকীর যোগদানে লড়াইয়ের শক্তি বেড়ে গেল। আমাদের এ লড়াই গণতন্ত্রের লড়াই, ভোটাধিকারের লড়াই।
এ সময় অনুষ্ঠানে ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ছলচাতুরি করে আর রেহাই পাবেন না। মানুষকে আর ফাঁকি দেয়া যাবে না। জনগণের দাবি মানতে হবে। নির্বাচন করতে চাইলে দাবি মানতে হবে, সংঘাত হলে দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
কাদের সিদ্দিকীর যোগদানে অভিনন্দন জানিয়েছেন ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মোস্তফা মহসিন মন্টুসহ অন্যরা।
যোগদানের পর বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, আশা করি আগামী ডিসেম্বরে আপনিও আমাদের সঙ্গে আসবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।